মহেশপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ রবিবার সকালে ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে মহেশপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র‌্যালী করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন স্থানীয় এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল, উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তাবৃন্দ। র‌্যালী শেষে পৌর প্রাথমিক বিদ্যালয় চত্বরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহেশপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ওয়াহেদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনা(ভূমি) রোজিনা আক্তার, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর থানার ওসি(তদন্ত) আমান উল্লাহ, শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার প্রমুখ। ছাত্র/ছাত্রীদের নিয়ে কুইজ, চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ