ঢাকা ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৯
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ রবিবার সকালে ঝিনাইদহের মহেশপুরে অভিনব কায়দায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের টাকা ছিনতাই হয়েছে।
প্রাপ্ত সূত্রে প্রকাশ, উপজেলার লেবুতলা গ্রামের মৃত আমানত আলীর ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুজ্জোহা(৬৮) রবিবার সকালে মহেশপুর সোনালী ব্যাংক থেকে দেড় লক্ষ টাকা উত্তোলন করে এবং তার কাছে থাকা ২৮ হাজার ৫শ টাকা সহ মোট ১লক্ষ ৭৮ হাজার ৫শ টাকা একটি ব্যাগে নিয়ে মহেশপুর মেইন বাসষ্ট্যান্ডে ভাস্কর্যের মোড়ে টাকার ব্যাগটি কাছে রেখে টিউবওয়েলে হাত-পা ধুচ্ছিল। ঐ সময় তার টাকার ব্যাগটি উধাও হয়ে যায়। অনেক খোজাখুজি করেও সে ব্যাগটি পায়নি।
ভুক্তভোগী সামছুজ্জোহা জানায়, একটি ছেলে ব্যাংক থেকেই তার পিছু নেয়। তার ধারনা ঐ ছেলেটি তার পাঞ্জাবীতে পানের পিচ ফেলে ময়লা করে দিয়েছিল। সেই পিচ ধুতে যেয়েই ধূর্ত ছেলেটি এই কাজটি করেছে।
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি রাশেদুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি একটি কনফারেন্সে আছি। এস.আই আলিমুজ্জামান টাকা খোয়া যাওয়া শিক্ষককে নিয়ে সোনালী ব্যাংকের সিসি ক্যামেরা পর্যালোচনা করছে।
Design and developed by zahidit.com