ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮
এম সাইফুজ্জামান তাজু, হরিনাকুন্ডু:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার ছাত্র-ছাত্রীর মাঝে কাজী পেয়ারার চারা বিতরণ করা হয়েছে।
ঢাকায় অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীদের সংগঠন “হায়ার এডুকেশন এ- লিডারশীপ প্রোগ্রাম (হেল্প)” এর আয়োজনে ও উপজেলা প্রশাসন, উপজেলা প্রেসক্লাব ও উপজেলা স্কাউটস্ এর সহযোগিতায় শনিবার দুপুরে উপজেলার শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়,
আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে কাজী পেয়ারার চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. এম.এ মজিদ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আরশেদ আলী চৌধুরী ও মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক উপস্থিত ছিলেন।
Design and developed by zahidit.com