হরিনাকুন্ডুতে মীনা দিবস পালিত

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮

হরিনাকুন্ডুতে মীনা দিবস পালিত

এম সাইফুজ্জামান তাজু, হরিনাকুন্ডু :

“মায়ের দেয়া খাবার খায়, মনের আনন্দে স্কুলে যায়” শ্লোগানে সারা দেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে মীনা দিবস ২০১৮ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আবদুর রহমান, স্থানীয় জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ