ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৭
নাসির উদ্দিন, মহেশপুর,
সীমান্তের কোন চোরাকারবারীকে ছাড় দেওয়া হবে না। চোরাকারবারীরা যতবড়ই ক্ষমতারধারী হোক না কেন তাদেরকে আটক করা হবে। কোন চোরাকারবারী বা মাদক ব্যবসায়ীদের সন্তানরা ভালো চাকুরী করতে পারে না। আমাদের দায়িত্ব সীমান্তবাসীকে নিরাপত্তা দিয়ে শান্তিতে রাখা। গুটি কয়েক চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের কারণে সীমান্তবাসীদেরকে অশান্তি ঘটাতে চাই না আমরা। আমরা চাই শান্তি। তাই সীমান্তের চোরাকারবারীদেরকে ধরার অভিযান চলছে চলবে। গতকাল বুধবার বিকালে ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জিল্লুর রহমানের সভাপতিত্বে ঝিনাইদহের মহেশপুর অডিটরিয়ামে মত বিনিময় সভায় দক্ষিণ-পশ্চিম রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল আবু সঈদ মসউদ, ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন, ৫৮ বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মেজর জসীম উদ্দীন, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান উদ্দীন, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ আমান প্রমুখ।
মত বিনিময় সভায় ১২টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ মহেশপুর উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Design and developed by zahidit.com