ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৭
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ বুধবার দিবাগত রাত্রে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে হন্ডি ও মাদক চোরাচালানের গড ফাদার মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে বাঘাডাঙ্গা বিজিবি।
বিজিবি ও থানা সূত্রে প্রকাশ, বাঘাডাঙ্গা গ্রামের এনামুল হকের ছেলে মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে সীমান্তে গরু ও মাদক চোরাকারবারীদের সাথে হন্ডি ব্যবসা চালিয়ে আসছিল। একটি সূত্র জানায় ভারতের নদীয়া জেলার একাধিক লোকের মাধ্যমে সে গরু, মাদক ও বিভিন্ন ধরণের ব্যবসায়ী টাকা সরবরাহ করে আসছিল। বর্তমানে সে এই ব্যবসা করে আঙ্গুল ফুলে বনে গেছে। বিজিবি দীর্ঘদিন চেষ্টা করেও তাকে নাগালে পাইনা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে সীমান্ত থেকে বিপুল পরিমান নগদ টাকা, ফেনসিডিল, মদ ও গাজা উদ্ধার করেছে। এ ব্যপারে বাঘাডাঙ্গা বিওপি কামন্ডার সুবেদার আবু তাহের বাদী হয়ে একটি মামলা করেছে। যার মামলা নং- ৭(৮)১৭। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সি (তদন্ত) ফারুক হোসেন জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে সীমান্তে চোরাচালানের অভিযোগ রয়েছে। মামলা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Design and developed by zahidit.com