ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৭
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের ভূমিদস্যু কাজীরবেড় ইউনিয়নের সদস্য আব্দুল্লাহ স্বপনের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ তদন্ত করতে নির্দেশ দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন।
বুধবার বিকেলে মহেশপুর থানার ওসিকে এ তদন্তের নির্দেশ দেন তিনি। আগামী ১৫ দিনের মধ্যে এ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।
আদালত একটি সুত্র জানায়, মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের ভূমিহীন মসলেম উদ্দিন ও সৈয়দ আলী ২০১১ সালে ৪০ শতক জমি ৯৯ বছরের জন্য বন্দোবস্ত পান। ওই সালেই সরকারের পক্ষ থেকে সৈয়দ আলী সামন্তা-গোপালপুর মৌজায় ১ নম্বর খতিয়ানের সাবেক ৪৩৬/৪৩৭ দাগে ১৫ শতক জমি বন্দোবস্ত পান। এবং মসলেম উদ্দিন পান ২৫ শতক জমি। বন্দোবস্ত পেয়ে তারা নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন কিন্তু কাজীরবেড় ইউনিয়নের মেম্বর আব্দুল্লাহ স্বপন তাদের জমির উপর যেতে দিচ্ছে না। ভূমিদস্যু স্বপন ওই জমি জোর করে দখলে রেখে ধান চাষ করছেন। জমি কর দিচ্ছেন ভূমিহীনরা আর চাষ করে খাচ্ছেন প্রভাবশালী মেম্বর স্বপন। এমনকি জীবননাশের ভয়ে ভূমিহীন ওই দুই কৃষক প্রতিবাদ করতে পারছেন না। এ সংক্রান্ত গত ২১ আগস্ট স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশিত সংবাদ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন’র দৃষ্টিগোচর হয়। ফলে তিনি স্বপ্রণোদিত হয়ে এবং জবরদখলকারীকে আইনের আওতায় আনার জন্য ঘটনাটি তদন্তপুর্বক আগামী ১৫ দিনের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলে জন্য এ নির্দেশ প্রদাণ করেন।
Design and developed by zahidit.com