তুলে নিয়ে যাওয়া কৃষককে অবশেষে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭

তুলে নিয়ে যাওয়া কৃষককে অবশেষে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
দুপুরে নিজের জমিতে পানি সেচ দেওয়ার সময় সেই কৃষক সানোয়ারকে অবশেষে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। আজ সন্ধার সময় তাকে ফেরত পাঠায় তারা।

উল্লেখ্যঃ
বাংলাদেশী এক কৃষককে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহীনী বিএসএফ। আজ দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামান্তা গ্রামের সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায়।

কৃষকের পরিচয়, মহেশপুর উপজেলার জীবণনগর গ্রামের আইনাল মন্ডলের ছেলে সানোয়ার মন্ডল, ৪০।

৫৮ বর্ডারগার্ড ব্যাটেলিওনের পরিচালক লেঃ কঃ জিল্লুর রহমান জানান, সানোয়ার নিজের জমিতে সেচ দিচ্ছিলেন এমন সময় ভারতীয় সীমান্তরক্ষী বহিীনী তাকে ধরে নিয়ে যায়। আমরা ফ্ল্যাগ মিটিংয়ের আমন্ত্রণ জানিয়েছি। পরে সন্ধ্যার সময় বিএসএফ তাকে ফেরত দিয়েছে।

আহমেদ নাসিম আনসারী

এ সংক্রান্ত আরও সংবাদ