এক ইউপি সদস্যের জোরপূর্বক রাস্তা করার অভিযোগ

প্রকাশিত: ৩:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭

এক ইউপি সদস্যের জোরপূর্বক রাস্তা করার অভিযোগ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ রবিবার সকালে মহেশপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উপজেলার সাহাবাজপুর গ্রামের রফিকুল নামে এক ব্যক্তি তার নিজ বাস্তভিটা দিয়ে ইউপি সদস্য জোরপূর্বক রাস্তা করেছে বলে অভিযোগ করেছে।

জনাব রফিকুল ইসলাম বলেন, মহেশপুর উপজেলার সাহাবাজপুর মৌজার ২৫৮ খতিয়ানের ৫৪৩ দাগে মোট ৪৩ শতক জমি বাস্তভিটা হিসেবে দীর্ঘদিন ভোগ-দখল করে আসছে। গত ১বছর পূর্বে মৃত কালু বিশ্বাসের পুত্র আবুল কাশেম, নুজরুল ইসলামের পুত্র এমরান হোসেন, মৃত নুর বক্রের পুত্র জেকের আলী, মৃত বরকত আলীর পুত্র আলিম হোসেন সহ ১০/১২ জন মিলে জোরপূর্বক রাস্তা করার উদ্যোগ নেয়। এ সময় তারা ঝিনাইদহ আদালতে একটি মামলা দায়ের করে যার নং-মহেশ-এম আর ৪/১৬। মামলায় বিজ্ঞ বিচারক উক্ত জমিতে রাস্তা করার উপর নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতি সাহাবাজপুর গ্রামের জেকের আলীর ছেলে হাসান ও আব্দার আলীর ছেলে আমির হোসেন এর প্ররোচনায় এসবিকে ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার সত্যজিৎ নিজেস্ব তত্বাবধানে সরকারী টাকা দিয়ে একটি ইটের সলিং রাস্তা করেছে। বাধা দিলেও তা কর্ণপাত করেনি। রফিকুল আরো বলেন বর্ণিত ৫শতক জমির মধ্যে কবরস্থান রয়েছে। উক্ত মেম্বার সত্যজিৎ তার লোকজন দিয়ে রফিকুল ইসলামের পরিবারের উপর অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। রফিকুল মহেশপুর থানায় ও ভূমি অফিসে অভিযোগ দিলেও অদৃশ্য কারণে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। রফিকুল ইসলাম বিষয়টি সরকারের উপর মহলের হস্তক্ষেপ সহ সরকারী অর্থ ছাড় না করার আবেদন জানিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ