ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তিমূলক উন্নতি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মহেশপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন ,উপজেলা কৃষক লীগের সভাপতি আমিনুর রহমান, মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছেন দেশের সকল পর্যায়ের জনগোষ্ঠী। এ প্লাটফর্ম মানুষের জীবনকে সহজ ও সুন্দর করেছে। দূর করেছে ভোগান্তি, সাশ্রয় হয়েছে অর্থ ও সময়। উন্নয়নের অগ্রযাত্রায় ডিজিটাল বাংলাদেশ পরিপূরক ভূমিকা পালন করছে।
Design and developed by zahidit.com