ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২
মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতা ঃ
ঝিনাইদহের মহেশপুরে আম্পানের ক্ষতি পুশিয়ে উঠতে না উঠতেই। শত্রæতার কারনে আগুন দিয়ে তিন বিঘা জমির পানের বরজ পুড়িয়ে দেওয়ার অভিযোগ করছেন মালিক সাধন কুন্ডর। রোববার দুপুর ২টার দিকে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার কৈলাশপুর গ্রামের মাঠে এ ঘটনাটি ঘটে।
পরে ফায়ার র্সাভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে তিন বিঘা জমির পানের বরজটি পুড়ে ছায় হয়ে যায়।
কৈলাশপুর গ্রামের হারুন ও ঈমান আলী জানান, দুপুর ২টার দিকে হঠাৎ করে দেখতে পাই আমাদের মাঠের মধ্যে পানের বরজটির দু’পাশ দিয়ে প্রচুর ধোয়া বের হচ্ছে। পরে আমরা এখানে এসে দেখতে পাই বরজটিতে আগুন ধরে গেছে। এর কিছুক্ষনের মধ্যে ফায়ার র্সাভিস উপস্থিত হয়।
পানের বরজ মালিক সাধন কুন্ডু জানান, আম্পান ঝড়ে আমার বরজটি একেবারেই নষ্ট হয়ে যায়। পরে অনেক কষ্টে আমার তিন বিঘা জমির উপর বরজটি আবার নতুন করে তৈরী করেছি। কিন্তু কে বা কারা আমার বরজটি দিন দুপুরে আগুন দিয়ে পুড়িয়ে দিলো। তিনি আরো জানান, আমার সাথে কারো কোন শত্রæতা নেই। কিন্তু তার পরও আমার বরজটি আগুন দিয়ে পুড়িয়ে দিলো।
ঝি / স / মাসুদ
Design and developed by zahidit.com