প্রতিটি ঘরে ও মানুষের কাছে থাকবে পুলিশের মোবাইল নম্বর। বিপদে পড়লেই যাতে পুলিশের সেবা নিতে পারে এমন উদ্যেশ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
তিনি বিভিন্ন সচেতনামূলক প্রচারণার সাথে তার নিজের ও সংশ্লিষ্ট থানার ওসির নম্বর দিয়ে ফেস্টুন বানিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করছেন এবং তা দেয়ালে দেয়ালে টানিয়ে দিচ্ছেন। সকল শ্রেনীপেশার মানুষের কাছে যাতে পুলিশের নম্বর পৌছে যায়। খুব সহজেই যাতে মানুষ পুলিশের সেবা পায় সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছেন তিনি।
রোববার ফতেপুর গাজিরুন্নেছা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের সাথে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গি বিষয়ে মতবিনিময় শেষে তিনি স্কুলের দেয়ালে দুটি ফেস্টুন ঝুলিয়ে এ কাজের উদ্বোধন করেন। এসময় ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিল।
পর্যায়ক্রমে মহেশপুর ও কোটচাঁদপুর থানার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের নাম্বার সম্বলিত ফেস্টুন বিতরণ করা হবে। এছাড়া তিনি কোটচাঁদপুর ও মহেশপুর থানার বিভিন্ন ইউনিয়নে জঙ্গী, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু পাচারসহ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা নিয়মিত করে থাকেন।