ঢাকা ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৭
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ॥ ঝিনাইদহের মহেশপুরে সরকারের খোলা বাজারে ওএমএস চাল ক্রয়ে প্রথম দিনে সাড়া মেলেনি। আতপ চাল দেখে ফিরে যাচ্ছে দিন মুজুর থেকে শুরু করে নি¤œ আয়ের ক্রেতারা। এর কারণ এ অঞ্চলের মানুষ সিদ্ধ ধানের চাল খেতে অভ্যস্ত।
জানা গেছে, সরকার খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে। চলবে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু ডিলারদের কাছে যে চাল সরবরাহ করা হয়েছে তা এ এলাকার মানুষের কাছে একেবারেই নতুন। মহেশপুর তথা এ অঞ্চলের মানুষ সিদ্ধ চাল খায়। যার কারণে তারা খেতে পারবে না ভেবে চাল না নিয়েই খালি প্যাকেটেই ফিরে যাচ্ছেন।
ভ্যানচালক জালাল উদ্দিন জানান, সরকার চাল দেবে শুনে খুশি হয়েছিলাম। কারণ বাজারে মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন যা আয় করি তাতে চাল কিনতে যেয়ে আর কিছু কিনতে পারি না। বিকালে চাল কিনতে যেয়ে দেখি সরকারের খোলা বাজারে আতপ চাল দেয়া হচ্ছে।
দিনমুজুর রহমত আলী জানান, আমরা আতপ চাল খেতে পারি না কিন্তু সরকার কি তা জানে না ? তিনি ৫ কেজি চাল কিনবে বলে আশা করে এসেছিলেন। এসে দেখতে পান ওএমএস এর দোকানে সিদ্ধ চালের পরিবর্তে আতপ চাল বিক্রি হচ্ছে। তাই চাল না কিনে বাড়ি ফিরে যান।
মহেশপুর বাজারের ও এমএস ডিলার মোক্তার হোসেন জানান, শনিবার আমাদের ৩ জন ডিলারের ১ টন করে ৩ টন চাল দেয়া হয়েছে। এভাবেই প্রতিদিন দেওয়া হবে। আমি ১ টন চালের মধ্যে মাত্র ৩০০ কেজি চাল বিক্রি করতে পেরেছি। কেউ এ চাল নিতে চাচ্ছে না। কারণ আমাদের এ এলাকার মানুষ আতপ চাল খেতে অভ্যস্ত না।
জলিলপুর বাজারের ডিলার মিনু রহমান জানান, খুব বিপদে আছি আতপ চাল নিয়ে। কেউ এই চাল নিতে চায় না। এ চাল এখন কি করবো ভেবে পাচ্ছি না। তারপর প্রতিদিন আমাদের নামে ১ টন করে আতপ চাল দেয়া হবে । এ চাল বিক্রি করতে না পারলে আমরা টাকা পাবো কোথায় ? এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Design and developed by zahidit.com