মহেশপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০১৭

মহেশপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

ঝিনাইদহ সংবাদ ডেস্ক –
ঝিনাইদহ মহেশপুরে মাদকসহ এক ব্যবসায়ী কে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাথাভাঙ্গা পাড়া গ্রামের মৃত হেকমত আলীর ছেলে মাদক ব্যবসায়ী সাহেব আলী (৩৫) কে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। ভৈরবা ক্যাম্পের এ এস আই মিজানুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ী সাহেব আলী মাথাভাঙ্গাপাড়া এলাকায় একটি প্যাকেটে করে ভ্রাম্যমান কায়দায় ফেন্সিডিল বিক্রি করছে। এ সময় আমি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয় এবং তার নামে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে। মামলা নং-১৯/১৭।

 

এ সংক্রান্ত আরও সংবাদ