আ: লীগ কে চাঙ্গা করতে ব্যস্ত নবী নেওয়াজ

প্রকাশিত: ৫:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৭

আ: লীগ কে চাঙ্গা করতে ব্যস্ত নবী নেওয়াজ

আওয়ামী মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ আসন। কোটচাঁদপুরে পুরুষ ভোটার সংখ্যা ৫৩৯৭১, মহিলা ভোটার সংখ্যা ৫৩৫৭০, মহেশপুরে পুরুষ ভোটার সংখ্যা ১,২০,৮৫৮, মহিলা ভোটার সংখ্যা ১,১৯,১৪৬ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসনটিতে আওয়ামী লীগের নেতা কর্মী ব্যস্ত সময় পার করছে প্রচার-প্রচারণায় ।

 

বর্তমান জাতীয় সংসদ সদস্য মো. নবী নেওয়াজ আবারো দলীয় মনোনয়ন পেতে জোর তৎপরতা শুরু করেছেন। দলের মূল নেতাদের সঙ্গে দূরত্ব বাড়ায় সিনিয়র নেতারা তাকে এড়িয়ে চলছেন,তবে তিনি সকলকে নিয়ে একত্রে আগামী নির্বাচনে কাজ করতে আগ্রহী । বিডি নিউজ ২৪x৭.কম এর সাথে এক আলাপচারিতায় এমপি নবী নেওয়াজ জানান, তিনি সংসদ সদস্য নির্বাচিত হবার পর নির্বাচনী এলাকার রাস্তাঘাট ও বিদ্যুতের ব্যাপক উন্নয়নে কাজ করেছেন। ইতিমধ্যে তিনি চেষ্টা চালিয়ে ৭৯ কোটি টাকা ব্যয়ে খালিশপুর মহেশপুর হয়ে জিন্নাহনগর পর্যন্ত ৪৮ কিলোমিটার রাস্তার কাজের টেন্ডার করিয়েছেন। এছাড়া নির্বাচিত হওয়ার পর থেকে এ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছি। প্রত্যেকটি সংগঠনের নিয়মিত বর্ধিত সভাসহ মাসিক মিটিংয়ের ব্যবস্থা করেছি। যার সমস্ত ব্যয়ভার আমি নিজে বহন করেছি। নিয়মিত মিটিংয়ের মাধ্যমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেছি যার ফলে প্রত্যেকটি জাতীয় ও দলীয় অনুষ্ঠান সফলভাবে পালন করতে পেরেছি। মাত্র ৩ বছরের প্রচেষ্টায় মহেশপুর কোটচাঁদপুরের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ-এর নতুন কমিটি গঠন করেছি। দুই উপজেলার প্রায় ১১০ কি.মি. কাঁচা রাস্তা পিচকরণ এবং ৭০ কি.মি. রাস্তা রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে। মহেশপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কাজ জমির সমস্যার কারণে ৪ বছরেরও বেশি সময় বন্ধ ছিল। নিজ উদ্যোগে স্বরাষ্টমন্ত্রীসহ ঊর্ধ্বতন মহলে তদবির করে জমির ব্যবস্থা করে কাজটি ২০১৫ সালে শুরু হয়ে সমাপ্ত হয়েছে। যা এখন উদ্বোধনের অপেক্ষায়।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মানুষ যাতে সঠিক তথ্য জানতে পারে সেজন্য ২০১৫ সালে গড়ে তুলেছি ‘বঙ্গবন্ধু পাঠচক্র’ নামে একটি ব্যতিক্রমী সংগঠন। তিনি বলেন, মহেশপুরের প্রায় ৬ শ’ একর সরকারি খাস জমিতে বিদ্যুতের সোলার প্যানেল ও মাছ চাষের একটি প্রস্তাবিত প্রকল্প হাতে নিয়েছি। যা এখন একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি পাস হলে এলাকার বিদ্যুতের ঘাটতি দূর হওয়ার পাশাপাশি মাছের ব্যাপক উৎপাদনের মাধ্যমে এলাকার চাহিদা মেটানো সম্ভব হবে।এছাড়া তিনি ঝিনাইদহ ৩ এর উন্নয়নে ভবিষ্যতে কাজ করে যাবার আশা ব্যক্ত করেন। বর্তমানে তিনি সর্বত্র গনসংযোগ এবং স্থানিয় মানুষের সাথে মাঠ পর্যায়ে যেয়ে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ