ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৭
শামীম খান ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরের পল্লিতে বিদ্যুতিক সটসার্কিটের অগ্নিসংযোগে গৃহস্থল পুরে যাওয়া দুটি কৃষক পরিবার এখন মানবেতর জীবন যাপন করছে। রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে তাদের পরিবার পরিজনদেন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে বলে জানা যায় ।
বিদ্যুতিক সটসার্কিটের অগ্নিসংযোগে গৃহস্থল পুরে যাওয়া অসহায় রমিজুল ইসলাম ও আব্দুল কাদের মন্ডল বলেন, আগুনে আমাদের দুই পরিবারের সব কিছু পুরে ছাই হয়ে গেছে। পড়নের কাপর ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই। পরিবার পরিজন নিয়ে কোন রকম খোলা আকাশের নিচে বসবাস করছি। পূর্নরায় ঘর তৈরি ও ছেলে মেয়েদের জামা কাপর কেনারও কোন টাকা পয়সা নাই আমাদের কাছে।
এমন অবস্থায় বসবাস কারী দুটি পরিবার সরকারের ত্রান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট এবং স্থানীয় সংসদ সদস্যর নিকট মাথা গোজার ঠাই হিসেবে কিছু অর্থিক সহযোগিতা কামনা করছেন।
উল্লেখ্য গত ১৭ইং তারিখে উপজেলার শ্যামকুড় ইউপির শরিষাঘাটা গ্রামের রমিজুল ইসলাম ও আব্দুল কাদের মন্ডল(৬৫) নামের দুই গরীব কৃষকের গৃহে বিদ্যুতিক সটসার্কিটে ভহাবহ অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডে তাদের গৃহস্থল সহ ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
Design and developed by zahidit.com