ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক ঃ ‘নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদাণ করা হয়।
অনুষ্ঠানে মহেশপুর থেকে যাদপপুর ইউনিয়নের মহিলা মেম্বার সেলিনা পারভিনকে জয়িতা হিসাবে সম্মাননা প্রদান করা হয়।এছাড়াও কোটচাঁদপুর,কালীগঞ্জ,শৈলকুপা,হরিনাকুন্ডু থেকে আরো ৪জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, এ্যাড সালমা ইয়াসমিন ও প্রোগ্রাম অফিসার খোন্দকার শরীফা আক্তার।
Design and developed by zahidit.com