সৎ ‘মা’র বটি ও কাচির আঘাতে হাত ভাঙ্গল নাইমুরের

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৭

সৎ ‘মা’র বটি ও কাচির আঘাতে হাত ভাঙ্গল নাইমুরের

আহসান হাবীব মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউপির জেলিয়াপোতা গ্রামের, ছামসুল হক খোকনের ও দামুড়হুদা উপজেলার ডুগডুগি ইউনিয়নের তারিনীপুর গ্রামের আজিবার রহমান টেংরার মেয়ে আফরোজা আক্তার মিলকী খাতুন, তাঁর সৎ ছেলে, নাইমুর (১০) এর গত রবিবার ১০ সেপ্টম্বর বিকালে, নাইমুর কে মারধর করার এক পর্যায়ে বটি ও কাচির আঘাতে, অবুঝ শিশু নাইমুরের বাম হাত ভেঙ্গে যায়, পরে পাড়া প্রতিবেশি সহ নাইমুরের বাবা, খোকন তাকে দুরত্ব জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করায়।

কর্মরত ডাক্তার দেখলে, নাইমুরের বাম হাত ভেঙ্গে গেছে বলে তিনি জানান। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিনিয়তই, সৎ পুত্র হওয়ার কারনে, তাকে গালি গালাজ সহ মারধর করে আসছে বলে এমন অভিযোগ পাওয়া যায়।

আমাদের এ প্রতিনিধি আরো জানতে পারেন, সৎ ‘মা’ নামে এই রাক্ষশি, মিলকী তার ছোট দেবর লাবলু হোসেনের সাথে, মিলকী আপন ছোট বোন জেসমিনের সাথে গত ৬ বছর আগে বিয়ে হয়। তাই কথা বলা হয় জেসমিনের সাথে।

জেসমিনের সাথে কথা বললে সে সাংবাদিকদের কে জানান, আমি আসার পর থেকেই দেখে আসছি, আমার বোন মিলকী তার সৎ ছেলে কে প্রতিনিয়ত মারধর সহ নানা রকম অত্যাচার করে আসছিল এবং গত বেশ কিছুদিন আগে তার সৎ ছেলে নাইমুর কে রাত ১১ টার দিকে, সবাই ঘুমিয়ে পড়লে তাকে গলা টিপে হত্যার চেষ্টা করে।

হত্যার চেষ্টা কালিন সময়ে নাইমুর চিৎকারে বাড়ীর অন্য সদস্যদের ঘুম ভেঙ্গে গেলে তার অসৎ চেষ্টা ব্যর্থ হয়। তিনি আরো বলেন, এতকিছু ঘটে যাওয়ার পরেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সমস্যা সমাধান করে দেওয়ার পরও বুধবার সকালে আমার বোন মিলকী খাতুন নগদ ১০,০০০ টাকা গহনা সহ বাড়ি থেকে চলে যায়। তাই সৎ ‘মা’ মিলকীর, বোন জেসমিন সহ এলাকাবাসীর দাবী, এই ধরনের রাক্ষুশি মা নামের কলঙ্কীনি মিলকীর শাস্তি হোক।

এ সংক্রান্ত আরও সংবাদ