ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক॥
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে নিহত বাংলাদেশী আব্দুর রহিমের লাশ ২২ দিন পর ফেরত দিয়েছে। রোববার রাত ১০ টার দিকে বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেয় বিএসএফ। নিহত রহিম মহেশপুর উপজেলার বাউলি গ্রামের মৃত আবুুল কাসেমের ছেলে।
ঝিনাইদহ-৫৮ বিজিবি অতিরিক্ত পরিচালক ও উপ অধিনায়ক কামরুল হাসান জানান, গত ৩ নভেম্বর মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে নিহত হন আব্দুর রহিম। এ ঘটনার পর বিএসএফ ও বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তবে রোববার রাতে বিজিবি-বিএসএফ-এর পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেয়। পুলিশ ও বিজিবির উপস্থিতিতে লাশটি নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে তিনি আরো জানান।
উল্লেখ্য গত ৩ নভেম্বর রাতে বাংলাদেশের পলিয়ানপুর এলাকার ৬০ নম্বর মেইন পিলারের পাশে যায়। এসময় ভারতের হাবাশপুর বিএসএফ এর সদস্যরা রহিমকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। নিহতের পর তার লাশ ফেরত পেতে বিজিবি কয়েক দফায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ পায়নি। আবশেষে রোববার রাতে বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেয় বিএসএফ।
Design and developed by zahidit.com