মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশির লাশ ২ দিন পর ফেরত দিল ভারতীয় পুলিশ

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯

মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশির লাশ ২ দিন পর ফেরত দিল ভারতীয় পুলিশ

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তের ভারত অভ্যন্তরে বিএসএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী সুমনের লাশ ২ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে শ্যামকুড় চেয়ারম্যান ঘাট দিয়ে লাশ ফেরত দেওয়া হয়। বাংলাদেশের পক্ষে লাশ গ্রহণ করেন মহেশপুর থানার এস আই আব্দুল আওয়াল।

এস আই আব্দুল আওয়াল জানান, ভারতের পক্ষে লাশ হস্তান্তর করেন নদীয়া জেলার হাঁসখালী থানার ওসি রজনী কান্ত বিশ^াস। এ সময় পাখিউড়া বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দলবীর সিং ও বিজিবি’র শ্রীনাথপুর কোম্পানী কমান্ডার সুবেদার এস এম কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের শিলগেইট এলাকায় পাখিউড়া ক্যাম্পের বিএসএফ’র গুলিতে নিহত হয় সুমন। নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের ছেলে সুমন।

এ সংক্রান্ত আরও সংবাদ