ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মহেশপুর উপজেলা নির্বাচনে ৪ চেয়ারম্যান, ৭ ভাইস চেয়ারম্যানের মনোনয়নপত্র বৈধ এবং ৩ মহিলাসহ ৬ ভাইস চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার রোকনুজ্জামান জানান, রবিবার সকালে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে যাদেরকে বৈধ ঘোষনা করা হয় তারা হলেন চেয়ারম্যান প্রার্থী-আওয়ামীলীগের ময়জদ্দীন হামীদ, বিএনপি’র এসএম শাহাজামান মোহন, আ.লীগের বিদ্রোহী প্রার্থী হারুন-অর রশিদ ও মীর সুলতানুজ্জামান লিটন। পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে যাদের বৈধ ঘোষনা করা হয় তারা হলেন-১) লক্ষন কুমার হালদার(আঃলীগ), ২) গোলাম কাদের(আঃলীগ), ৩) আজিজুল হক আজা(আঃলীগ), ৪) মুকুল গাজী(আঃলীগ), ৫) বিল্লাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে তারা হলেন- ১)রেহেনা খাতুন, ২) হাসিনা খাতুন হেনা।
যাদের মনোনয়নপত্র বাতিল করা হয় তারা হলেন-পুরুষ ভাইস চেয়ারম্যান ১)সামাউল ইসলাম(২৫০ জনের স্বাক্ষর সঠিক নেই), ২)মনিরুল ইসলাম(ব্যাংক একাউন্ট নেই), ৩) তরিকুল ইসলাম(জামানতের টাকার কোড সঠিক না), মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র যাদের বাতিল হয় তারা হলেন- ১) শামীমা সুলতানা শিউলী(ঋণ খেলাপির গ্রান্টার),২) ইশরাত জাহান মিনি(২৫০জনের স্বাক্ষর সঠিক নেই), ৩)নাসরিন খাতুন (২৫০জনের স্বাক্ষর সঠিক নেই)। উল্লেখ্য এ উপজেলায় ৪ চেয়ারম্যান সহ মোট ১৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল।
Design and developed by zahidit.com