ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-
মহেশপুরের খালিশপুরস্থ ৫৮ বিজিবি’র অভিযানে অবৈধ ভারতীয় মালামাল সহ ৫ জন ভারতীয় নাগরিক আটক। বিজিবি সূত্রে প্রকাশ, শনিবার বিকালে ৫৮ বিজিবি’র টহল দল দর্শনা হতে ঢাকাগামী পূর্বাশা পরিবহন তল্লাসী করে ১৬টি ব্যাগ থেকে বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় মালামাল আটক করে। আটককৃত মালামালের মধ্যে ভারতীয় উন্নতমানের কাতান শাড়ী, বেনারশী শাড়ী, শেরোয়ানী, লেহেঙ্গা, শাল, ওড়না, থ্রী পিচ, বিছানার চাঁদর, শার্ট পিচ, প্রসাধণী সামগ্রীসহ বিভিন্ন মালামাল। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ ১১ হাজার ৪শ টাকা। ৫ জন ভারতীয় নাগরিক ব্যাটালিয়নে এসে মালামালের মালিকানা দাবী করলে তাদের কথা বার্তা সন্দেহজনক হলে তাদেরকে আটক করা হয়। এরা হলেন- ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া থানার সালমান খোরশেদ(২২), আজমত আলী(৩৯), হাসমত আলী(৪৫), মোহাম্মদ সমশাদ(২৭), গোলাম নুর আনোয়ার (৩৪)। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশী ৬ হাজার ৬শ ৮০ টাকা এবং ভারতীয় ২ হাজার ৬শ ৪২ রুপি, পাঁচটি মোবাইল ফোন ও পাঁচটি ভারতীয় পাসপোর্ট উদ্ধার করে। ৫৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান জানান, তারা নিয়মিত দর্শনা স্থল বন্দর দিয়ে বাংলাদেশে আসা যাওয়া করে। তিনি আরো জানান, ঢাকার গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী জনৈক ফয়সাল মাহমুদ এর সাথে তারা এ অবৈধ ব্যবসা করে থাকে এবং এ অবৈধ মালামাল আনয়নের ব্যাপারে সহায়তা করে দর্শনার জৈনক দুলাল। তিনি আরো বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Design and developed by zahidit.com