ঝিনাইদহে বিজিবি’র মাদক বিরোধী সমাবেশ ও সনাক্তকরণ মহড়া

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

ঝিনাইদহে বিজিবি’র মাদক বিরোধী সমাবেশ ও সনাক্তকরণ মহড়া

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুরে মাদক নির্মূলে সমাবেশ, সনাক্তকরণ ও তল্লাসী মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহেশপুরের খালিশপুরে ৫৮ বিজিবির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন বিজিবি’র কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল কামরুল আহসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের উপ-পরিচালক আজিজুল হক, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলমসহ অনান্যারা। অনুষ্ঠান পরিচালনা করেন ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান। এসময় বক্তারা, সীমান্ত দিয়ে মাদক নির্মূলে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের সময় অভিযান, সনাক্ত ও তল্লাসীর উপর মহড়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও খালিশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবির সদস্যরা।

এ সংক্রান্ত আরও সংবাদ