ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা মোড় থেকে ৪ বস্তা নকল বিড়ি আটক করেছে ভৈরবা ফাঁড়ী পুলিশ।
ভৈরবা ফাঁড়ী সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবা ফাড়ীর ইনচার্জ এসআই আকবর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার লেবুতলা মোড় থেকে ভ্যান ভর্তি ৪ বস্তা আলম বিড়ি আটক করে। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিড়ির মালিক লেবুতলা গ্রামের কামাল হোসেন পালিয়ে যায়।
এলাকাবাসী জানিয়েছে, উক্ত কামাল দীর্ঘদিন যাবত কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নকল ব্রান্ড যুক্ত আলম বিড়ি এনে বিভিন্ন স্থানে বাজারজাত করে। ঐ সিন্ডিকেট চক্র সরকারী রাজস্ব ফাঁকী দিয়ে কোটি কোটি টাকার নকল ব্রান্ডের বিড়ি বিক্রি করে কালো টাকার মালিক হচ্ছে। অন্যদিকে ক্ষতিগ্রহস্থ হচ্ছে আয়কর প্রদানকারী কোম্পানিগুলো এবং সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। সংশ্লিষ্ট ভুক্তভোগীরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছে।
Design and developed by zahidit.com