মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির হাতে কুখ্যাত চোরাকারবারী হারুন গ্রেফতার

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির হাতে কুখ্যাত চোরাকারবারী হারুন গ্রেফতার

মহেশপুর প্রতিনিধি- রবিবার দিবাগত রাতে উপজেলার লড়াইঘাট সীমান্তে ৫৮ বিজিবির লড়াইঘাট বিওপির হাতে কুখ্যাত চোরাকারবারী ও সন্ত্রাসী হারুন-অর রশিদ হারু ২শ বোতল ফেনসিডিল সহ আটক হয়েছে।
মহেশপুর থানা ও ৫৮ বিজিবি সূত্রে প্রকাশ,৭জুলাই রাত ৮টায় ৫৮ বিজিবির বিশেষ টহলদল অভিযান চালিয়ে উপজেলার সীমান্ত পিলার ৬০/১৫৩-আর নিকট হতে বাংলাদেশের অভ্যন্তরে লড়াইঘাট সীমান্তে হিরো গ্লামার মোটর সাইকেলযোগে বাংলাদেশ হতে ভারত সীমান্ত অতিক্রমের সময় এলাকার কুখ্যাত চোরাকারবারী ও সন্ত্রাসী মোঃ হারুন অর রশিদ হারু (৫০), পিতা-মোঃ জব্বার বেপারী, গ্রাম-লড়াইঘাট, পোষ্ট-শ্যামকুড়, থানা-মহেশপুর ও জেলা-ঝিনাইদহকে ২০০ বোতল ফেন্সিডিল, দেশীয় অস্ত্র (হাসুয়া) তারকাটা কাটার সারাষীসহ আটক করে। আটককৃত ব্যক্তিকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। উল্লেখ্য, উক্ত হারুনের বিরুদ্ধে সীমান্তে তারকাটা বেড়া কর্তন এবং মাদক ও গরু চোরাচালানের অভিযোগ রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ