মহেশপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন ॥ থানায় অভিযোগ দায়ের

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯

মহেশপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন ॥ থানায় অভিযোগ দায়ের

মহেশপুর প্রতিনিধি-
মহেশপুরে স্বামীর যৌতুকের চাহিদা মেটাতে না পারায় স্ত্রীকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে।
থানা ও পারিবারিক সূত্রে প্রকাশ, উপজেলার ফতেপুর গ্রামের সৃষ্টিধর ঘোষের মেয়ে তনুশ্রী ঘোষ (২০) এর সাথে গত ৫ মাস পূর্বে একই উপজেলার কাশিপুর গ্রামের তিলোক ঘোষের ছেলে ভজন ঘোষের সাথে বিবাহ হয়। তনুশ্রী ঘোষ জানায়, বিয়ের দিন তার স্বামীকে নগদ দেড় লাখ টাকা ও আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার দেয়। বিয়ের এক মাস যেতে না যেতেই আবার ২ লাখ টাকা যৌতুক দাবী করে। তার পিতা দরিদ্র মানুষ। তিনি অসুস্থ হয়ে বর্তমানে কোন কাজ করতে পারেন না। যৌতুকের চাহিদা মেটাতে না পারায় গত ২/৭/১৯ইং তারিখে রাত ৯টার দিকে তার স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি মিলে তাকে ব্যাপক মারপিট করে। তাকে রক্তাক্ত জখম করে কোন চিকিসা না দিয়ে ঘরের মধ্যে আটকে রাখে। পরে তার মা ও বড় ভাই এসে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। অসহায় পরিবারটি প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ