মহেশপুরের শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষনের চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মে ১৪, ২০১৯

মহেশপুরের শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষনের চেষ্টার অভিযোগ

মহেশপুর প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে এক গৃহ বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
গত ১২/৫/১৯ইং তারিখে মুসলিমা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংধনের ৯(৪) খ ধারায় মামলা করা হয়েছে।
মামলার বিবরনে প্রকাশ, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাদাকাঠি গ্রামের এক গৃহ বধূ গত ৬ই এপ্রিল মহেশপুর থানার কানাইডাঙ্গা গ্রামে বেড়াতে আশে। সন্ধ্যাবেলা বকুন্ডিয়া বাসষ্ট্যান্ডে নামে। নামার পর ঝড়-বৃষ্টি শুরু হয় এ সময় উক্ত গৃহ বধূ রাস্তার পাশে যাত্রী ছাউনিতে আশ্রয় নেয়। একই সময়ে শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সেখানে উপস্থিত হয়। উক্ত ভিকটিমএজাহারে উল্লেখ করেছে আব্দুর রাজ্জাক তার পরিচয় নেওয়ার সময় তাকে একা পেয়ে ঝাঁপটে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। ঐ সময় ২ জন লোক চলে আসলে আব্দুর রাজ্জাক তাকে ছেড়ে দিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। ঐ মহিলা কানাইডাঙ্গা গ্রামে আত্মীয় বাড়ীতে থাকা অবস্থায় আসামীদের বিষয়ে খোজ-খবর নিয়ে ৯ই এপ্রিল আদালতে হাজির হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ৯(৪) খ ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি মহেশপুর থানার ওসিকে এজাহার হিসেবে গন্য করিয়া তদন্তের নির্দেশ দেন।
মহেশপুর থানা গত ১২ই মে মামলাটি রুজু করে। যার নং ১৮(৫)১৯। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, এই মামলার আসামীকে ধরার চেষ্টা চলছে। সে পলাতক রয়েছে। তাকে দ্রুতই ধরতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আসামী পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অপরদিকে ভিকটিমের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, মামলা করার পর থেকে আসামী পক্ষ থেকে মামলা তুলে না নিলে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ