ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, মে ১৪, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-মহেশপুরে শত বছরের রাস্তার সমস্যার সমাধান করলেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ।
ফতেপুর ইউনিয়ন পরিষদ ও গ্রামবাসী সূত্রে প্রকাশ, উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা উত্তরপাড়ার ১শ পরিবারের চলাচলের কোন রাস্তা ছিল না। ঐ গ্রামের কেসমত আলীর জমির উপর দিয়ে পায়ে হাটা পথ দিয়ে যাতায়াত করতো ঐ পরিবারগুলো। বর্ষার সময় কখনো ডুবে থাকতো আবার শুকনোর সময় কখনো কখনো প্রতিবন্ধকতা থাকতো। স্থানীয় লোকজনের দাবীর পরিপ্রেক্ষিতে ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ জমির মালিক ও স্থানীয় লোকজনের যৌথ বৈঠকে রাস্তাটি করার জন্য জমির মালিক কেসমত আলী কয়েক শতাংস জমি ছেড়ে দিতে রাজি হলে রাস্তাটি করার উদ্যোগ গ্রহন করা হয়। স্থানীয় চেয়ারম্যান জনগনের দাবীর মুখে তাৎক্ষনিকভাবে ১লক্ষ টাকা ব্যয়ে যাতায়াতের জন্য হেরিং সলিং রাস্তা করে দেয়। গতকাল কার্যক্রম শেষ করা হলে স্থানীয় লোকজন তাদের অনুভূতি ব্যক্ত করে। অনেকেই বলেন, শত বছর ধরে এই পরিবারগুলি একটি রাস্তার জন্য দূর্ভোগ পোহায়ে আসছে। আজ তার অবসান হলো। রাস্তাটি করার জন্য এলাকাবাসী ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন।
Design and developed by zahidit.com