ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-
সোমবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের হলরুমে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আবু তালহা, প্রাথমিক শিক্ষা মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী, সিরাজুল ইসলাম সিরাজ, ইসমাইল হোসেন, শফিদুল ইসলাম, বিএম সেলিম রেজা, মিজানুর রহমান, আমান উল্লাহ আমান, আব্দুস সাত্তার খাঁন, আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান, মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সেলিম,ইউপি সচিব আব্দুল খালেক প্রমুখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শফিদুল ইসলাম ও মিজানুর রহমান আর কখনও ধুমপান করবে না এই মর্মে সেমিনারে অঙ্গিকার করেন।
Design and developed by zahidit.com