ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ৬, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-
মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের হলরুমে ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার খাঁনের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবজালুর রহমান,আজমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজান আলী, সাধারন সম্পাদক আকিদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল মজিদ, ইমদাদুল ইসলাম, আ.লীগ নেতা আজিজুর রহমান মন্টু, শিক্ষক রকিব উদ্দিন, শাহাদৎ হোসেন সাদু, শহিদুল ইসলাম প্রমুখ। এই ইউনিয়নের উন্নয়ন কাজে ১কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষনা করা হয়। বাজেট বক্তৃতায় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার খাঁন সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য সচিব অধীর কুমার পাল।
Design and developed by zahidit.com