ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৭
ঝিনাইদহের মহেশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৫ নারী-পুরুষকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে উপজেলার শ্যামকুড় ইউনয়নের নলবিল পাড়ায়। এঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
আহতরা হলো, রাশিদা খাতুন (৩২), তার স্বামী কামাল প্রধান (৪০), রাশিদা খাতুনের মা ফাতেমা বেগম (৭০), মরিয়ম বেগম ( ৮০), পাভিনা বেগম (৪০) এবং রাসেল প্রধান (১৮)। আহতরা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মহেশপুর থানার এসআই মাসুদ জানান, আহতদের প্রতিবেশি জামাল প্রধানের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার দিবাগত রাতে কামাল প্রধানদের বাড়িতে হামলা পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে। তিি আরো জানান মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Design and developed by zahidit.com