ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৭
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারের সরকারি খাস জমিতে রাতারাতি পাকা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। আর এই কাজে সহায়তা করছেন মান্দারবাড়ীয়া (জোঁকা) ভূমি অফিসের তহশীলদার আতিয়ার রহমান। খোদ সরকারী কর্মকর্তার সহযোগীতায খাস জমিতে মার্কেট তৈরী করায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানাগেছে, পুড়াপাড়া বাজারে সরকারী খাস জমি আছে ৭ একর ২২ শতক। কিন্তু মান্দারবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদের সহযোগীতায় প্রভাবশালী ব্যক্তিরা বাজারের খাস জমি দখল করে দোকান ঘর নির্মাণ করতে থাকায় এখন এক শতক জমিও অবশিষ্ট নেই। এদিকে পুড়াপাড়া বাজারের পুড়াপাড়া-আন্দুলিয়া রাস্তার বকুল তলার মোড়ের কাছে যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের শ্রী সুকদেব কুমার পিতা-মৃত শ্রীদাম মিথ্যা তথ্য দিয়ে তার স্ত্রী ও ছোট ভাই উত্তম কুমারের নামে রাস্তার খাস জমি সরকারের কাজ থেকে বন্দোবস্ত গ্রহন করেন।অথচ উত্তম কুমারের কোটি কোটি টাকা ও রয়েছে অটো মিল। তিনি বন্দোবস্ত পাওয়ার পর চাটাইয়ের বেড়া দিয়ে জায়গাটি দখলে রাখেন। এরপর সুযোগ বুঝে শ্রী সুকদেব কুমার সরকারের অনুমোদন ছাড়াই তহশীলদার আতিয়ার রহমানের সহায়তায় পাকা বিল্ডিং এর কাজ শুরু করেন।
বিষয়টি বাজারের লোকজন জানতে পেরে মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিদুল ইসলামকে জানান। চেয়ারম্যান খবর পাওয়ার সাথে সাথে স্থানীয় চৌকিদার ও দফাদারকে পাঠিয়ে কাজ বন্ধ করতে বলেন। কিন্তু শ্রী সুকদেব কুমার চেয়ারম্যানের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কাজ চালাতে থাকেন।
এ ব্যাপারে তহশীলদার আতিয়ার রহমানকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কি ভাবে বন্দোবস্ত অফিস থেকে দিয়েছে সেটা আমার জানা নেই। বন্দোবস্ত আছে বলেই তিনি পাকা ঘর নির্মাণ করছেন বলেও জানান আতিয়ার রহমান। জমি বন্দোবস্ত গ্রহনকারী শ্রী সুকদেব কুমার জানান আমার স্ত্রী ও ছোট ভাইয়ের নামে আমি জমি বন্দোবস্ত গ্রহন করে ঐ জমি মহেশপুরের শ্যামনগরের রমজান আলীর কাছে ৫ লাখ টাকায় বিক্রয় করে দিয়েছি। অথচ সরকারের কাছ থেকে বন্দোবস্ত গ্রহন করা জমি কারো কাছে হস্তান্তরযোগ্য নয় বলে মহেশপুর এসিল্যান্ড অফিস থেকে বলা হয়েছে। এলাকাবাসী বন্দোবস্ত বাতিল পূর্বক সরকারী খাস জমি পুনঃ উদ্ধারের জন্য সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।
Design and developed by zahidit.com