ঢাকা ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে আর্সেনিকোসিস প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাজান আলী, মহেশপুর পৌরসভার প্যানেল মেয়র কাজী আতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আরিফ হোসেন ও মিনহাজ্ব উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ সহ সরকারী-বেসরকারী পর্যায়ের সকল দপ্তরের প্রতিনিধিগন। বক্তারা আর্সেনিকোসিস রোগের কারন ও তার প্রতিরোধে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
Design and developed by zahidit.com