ঢাকা ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার করতোয়া খালের ১৬ কিলোমিটার পুণঃ খনন কাজের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে বাঁশবাড়ীয়া ইউনিয়নের মমিনতলা বাজারে আনুষ্ঠানিকভাবে খাল পুণঃ খননের উদ্বোধন ঘোষনা করেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড, শফিকুল আজম খান চঞ্চল। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জুদ্দীন হামিদ, বাঁশবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, নেপা ইউপি চেয়ারম্যান ছামসুল হক মৃধা, সৌরভপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, কাজীরবেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, বাঁশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আলী মল্লিক ও সাধারণ সম্পাদক সৈয়দুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঝিনাইদহের শাখা কর্মকর্তা সুলতান আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, করতোয়া খালের পুণঃ খনন কাজ সম্পন্ন হলে এলাকার কৃষকদের প্রয়োজনীয় সেচ সুবিধাসহ বর্ষা মৌসুমে পানি নিস্কাসন ব্যবস্থা ও কৃষি খাতে উন্নয়ন হবে।
উল্লেখ্য, মমিনতলা বাজারে আনুষ্ঠানিকতা শেষে নেতৃবৃন্দদের সাথে নিয়ে কুদলা নদীর ধার দিয়ে প্রায় ৩ কিলোমিটার পায়ে হেটে সুইচগেট পৌছে এমপি এ্যাড, শফিকুল আজম খান চঞ্চল খাল পুণঃ খনন প্রকল্পের কাজ উদ্বোধন করেন।
Design and developed by zahidit.com