ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৭
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য আহাম্মদ আলী বিশ্বাসকে উপজেলা অফিসার্স ফোরামের পক্ষ থেকে(মরনোত্তর) গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।
৪ সেপ্টেম্বর দুপুরে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে অফিসার্স ফোরামের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণীজন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজেলা অফিসার্স ফোরামের পক্ষ থেকে তাকে(মরনোত্তর)গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য মরহুম আহাম্মদ আলী বিশ্বাস মহেশপুর উপজেলার তালসার গ্রামে ১৯৩৯ সালের ৩১শে অক্টোবর জন্ম গ্রহন করেন। তার বাবার নাম আবেছদ্দিন বিশ্বাস ও মায়ের নাম কুরবান বিবি। তিনি কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৫৭ সালে কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন, যশোর সরকারী এম.এম কলেজ থেকে আই.এ এবং একই কলেজ থেকে ১৯৬৪ সালে বি.এ পাশ করেন। ১৯৯০ সালে তিনি বিএড পাশ করেন। তিনি তালসার মফিছুনন্নেছা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে সেখানেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন।
তিনি ১৯৭২ সালে স্বাধীনতা যুদ্ধের পর রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ঝিনাইদহ-৩ আসনের সাংসদ মোঃ নবী নেওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহাম্মদ আলী বিশ্বাসের এই সম্মাননা প্রদান করেন। মরহুমের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহন করেন তার ছেলে আশিকুর রহমান মিল্টন।
Design and developed by zahidit.com