সীমান্ত এলাকা থেকে ৫ চোরাকারবারী আটক ॥ মাদক ও গরু উদ্ধার

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭

 

 

 

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর থানায় ৫৮ বিজিবি’র পক্ষ থেকে ৪টি মামলা দায়ের, ৪ জন কে আটক করা হয়েছে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে প্রকাশ, মঙ্গলবার রাত্রে বাঘাডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের পুত্র মতিয়ার রহমান ও ভাই মোস্তাফিজুর রহমান মনাকে আটক করে বিজিবি এবং অজ্ঞাত ৫/৭ জনকে আসামী করে পৃথক ২টি মামলা দায়ের করে। এতে ৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার দেখিয়ে হাবিলদার জাকির বাদী হয়ে মহেশপুর থানায় মামলা দায়ের করে। যার নং-৫৭(৮)১৭,৫৮(৮)১৭। আসামী মতিয়ারের স্ত্রী জানায়, তার স্বামী একজন মুদি দোকানদার। তাকে বাড়ী থেকে ধরে নিয়ে ফেন্সিডিল দিয়ে চালান দেওয়া হয়েছে। অপরদিকে লেবুতলা গ্রামের সামছুদ্দিনের ছেলে হাফিজুর ও নুর ইসলামের ছেলে আজিজুরকে আটক করে পৃথক ২টি মামলা দায়ের করে। এতে ২৭ বোতল ফেন্সিডিল ও গরু চুরির অভিযোগ আনা হয়েছে। যার মামলা নং-৫৯(৮)১৭। হাফিজুরের ভাই জানায়, সে এলাকায় ভ্যাটের করিডোর চালু করার জন্য কিছু কাগজপত্র নিয়ে জলুলী ক্যাম্পে গেলে তাকে আটক করে ফেন্সিডিল দিয়ে চালান দেওয়া হয়। এ বিষয়ে বাঘাডাঙ্গা কোম্পানী কামন্ডার ইউসুফ আলী জানায়, তারা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। উল্লেখ্য গত আড়াই মাসে মহেশপুর থানায় ১০৫টি মামলা হয়েছে বলে জানা গেছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবির জানায় আটককৃতদেরকে ঝিনাইদহ আদালতে চালান দেওয়া হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ