ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৮
আল-আমিন শেখ: ডাকবাংলা (ঝিনাইদহ) প্রতিনিধি:
১৯৬৫ সাল অর্থাত ৫২ বছর আগে দিয়েছে এসএসসি পরীক্ষা। এত দিনে কর্মজীবন শেষ করে বার্ধক্যে পৌছিয়েছে। পুরানো বন্ধুদের হারানো দিনের স্মৃতি মনে করে গতকাল মঙ্গলবার ডাকবাংলা বাজারে সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ (ঠান্ডু জোয়ার্দ্দার) এর বাসায় ১৯৬৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও হরিণাকু-ু মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নকালীন বন্ধুদের পুনর্মিলোন অনুষ্ঠিত হয়।
আব্দুর রউফ সাংবাদিক আল-আমিনকে বলেন, ব্যস্ত নাগরিক জীবনের ফাঁকে পুরনো সহপাঠিদের সঙ্গে কিছুটা সময় কাটাতে এ আয়োজন। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, হরিণাকু-ুর মন্ডলতলার ডা. মো: আব্দুল ওহাব, তিনি বলেন, অসাধারন অনুভূতি, খুব ভালো লাগল এখানে এসে। পুরানো দিনের কথা খুব মনে পড়ছে।
আরো উপস্থিত ছিলেন, ফলসীর মকবুল, ভালকীর আশরাফ, নওলামারীর সামসুজ্জামান, আন্দুলীয়ার আব্দুল লতিফ, পারদখলপুরের আবুল কাশেম, মছির উদ্দিন, মতিয়ার রহমান, আব্দুল মতিন, লুতফর রহমান, তোফাজ্জেল, আইয়ুব, খলিল, আজিবার, বিল্লাল, বাহার, আব্দুল খালেক, এনায়েত আলী, ইছাহাক, ইউসুফ, মোজাফ্ফর, আব্দুর রশিদ, তাহাজ উদ্দিন, জিয়া উদ্দিন, হাফিজুর, দাউদ, জিয়া, হাফিজুর, আব্দুল খালেক, শমসের, সেলিম, হাবিল, মোশাররফ, আনোয়ার, ইজাল ও তোরাপ। সবাই বন্ধুদের নাম ধরে ডাকছেন, আলিঙ্গন করছে, গল্প করছে, অড্ডা দিচ্ছে এভাবেই শেষ হয় দিনটি।
Design and developed by zahidit.com