ঝিনাইদহ পাসপোর্ট অফিসে পাসপোর্ট ডেলিভারিতে ভোগান্তি

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭

ঝিনাইদহ পাসপোর্ট অফিসে পাসপোর্ট ডেলিভারিতে ভোগান্তি

সুলতান আল একরাম \ ঝিনাইদহ পাসপোর্ট অফিসে পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে সিডিউল মানছে না পাসপোর্ট অফিস। গত ২দিন ঝিনাইদহ পাসপোর্ট অফিসে অনুসন্ধানে গিয়ে দেখা যায় অফিসে পাসপোর্ট ডেলিভারি নিতে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। পুলিশ ভেরিফিকেশনের পর আবেদনকারীরা অপেক্ষায় থাকে মোবাইল ফোনের ক্ষুদে বার্তার জন্য। সাধারণভাবে পাসপোর্ট ডেলিভারি দিতে সময় লাগে ১৫-২০ দিন আর ইমার্জেন্সি (জরুরি) হলে ৭-৯ দিন। কিন্তু সাধারণ ভাবে ৩০-৩৫ দিনেও মোবাইলের ক্ষুদে বার্তা আসে না। আবার কোনো কোনো ক্ষেত্রে পাসপোর্ট প্রিন্টে আছে বলে পাসপোর্ট ডেলিভারি দিতে দেরি করা হয়। এ বিষয়ে পাসপোর্ট ডেলিভারি নিতে আসা কালীগঞ্জের এক্তারপুর থেকে পাসপোর্ট নিতে আসা রাজু আহমেদ জানান, আমি আজ সহ মোট ৪দিন পাসপোর্ট নিতে আসলাম কিন্তুু আজো পেলাম না। পাসপোর্ট আমার খুব জরুরী প্রয়োজন। চিকিৎসার জন্য বাবাকে নিয়ে ভারতে যেতে হবে। আজ আবার অফিস থেকে বললো রোহিঙ্গাদের পরিচয়পত্র তৈরীর জন্য হেডঅফিসের প্রিন্টে যারা কাজ করে তারা সবাই সেখানে। আপনি আগামী সপ্তাহে এসে খোঁজ নিন। হরিনাকুন্ডুর বড় ভাদ্রা হিন্দুপাড়ার বৃদ্ধ রনি গোপাল বলেন, আমার আজ পাসপোর্ট দেওয়ার কথা। আমি অসুস্থ তাই যতদ্রুত সম্ভব চিকিৎসার জন্য ভারতে যেতে হবে। কিন্তু আমাকে পাসপোর্ট আজ দিলোনা। বললো রোহিঙ্গাদের পরিচয়পত্র তৈরীর জন্য হেডঅফিসের প্রিন্টে যারা কাজ করে তারা সবাই সেখানে। আপনি আগামী সপ্তাহে আসেন। শৈলকুপার ফুলহরী বিত্তিপাড়ার থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে আসা হাসেম আলী বলেন- ৩১ অক্টোবর আমার পাসপোর্ট দেওয়ার কথা থাকলেও এখন অফিস থেকে বললো কয়েকদিন পরে আসেন এখনও প্রিন্ট হয়ে আসেনি। তিনি আরো বলেন এতদুর থেকে বারবার কাজ কাম ফেলে আসা আমার জন্য খুব কষ্টের কিন্তু কি আর করার আমাদের হাতে তো আর কিছু নেই ! হরিনাকুন্ডুর মান্দার তলা থেকে আসা আশরাফুল জানান, তাকে পাসপোর্ট না দিয়ে অফিস থেকে বলা হয়েছে সার্ভারে সমস্যা হওয়ার কারনে আপনার পাসপোর্ট এখনো প্রিন্ট হয়ে আসেনি আপনি সামনে সপ্তাহে খোজ নেন। উত্তম কুমার নামে কালীগঞ্জ নলডাঙ্গার শীবনগর থেকে পাসপোর্ট নিতে আসা ব্যক্তিও একই অভিযোগ করে জানান, পাসপোর্টটাও পেলাম না। কবে পাব অফিস থেকে সঠিকভাবে তাও জানালো না, বললো সামনে সপ্তাহে খোজ নিবেন। হরিনাকুন্ডুর কন্যেদহ থেকে মোছাঃ নাসিমা খাতুন নামের আরেকজন পাসপোর্ট নিতে আসা মহিলা বলেন- আমি ২বার এসেছি এতদুর থেকে। আজ তারা বলছে আপনার পুলিশ রিপোর্ট আসেনি আপনি ডিএসবি অফিসে যোগাযোগ করুন। মেহেদি হাসান সবুজ তার আবেদনকৃত পাসপোর্টটি ৩১ অক্টোবর আনতে গেলে অফিস থেকে তাকেও ৩ থেকে ৪দিন পর আসতে বলা হয়। কেন বিলম্ব হচ্ছে তিনি এমন প্রশ্ন করলে উত্তরে অফিস কর্তৃপক্ষ তাকে বলেন, আপনার বাসায় কি পুলিশ গিয়েছিলো ? উনি হ্যা বললে অফিস কর্তৃপক্ষ পুলিশ রিপোর্ট চেক করে দেখেন ঠিক আছে। তখন তিনি বলেন আপনার রিপোর্ট আমরা আজ ঢাকাতে পাঠাবো আপনি ২ থেকে ৩দিন পর খোঁজ নিন। পুলিশ রিপোর্ট কবে এসেছে সবুজ জানতে চাইলে অফিস কর্তৃপক্ষ ফাইল দেখে তাকে জানান ২৩ শে অক্টোবর এসেছে। এখন প্রশ্ন হলো ২৩ অক্টোবর পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট অফিসে আসলেও কেনো এতদিন ফেলে রাখা হলো। আর পাসপোর্ট ডেলিভারির দিন কেনই বা ঢাকাতে পাঠালেন পাসপোর্ট কর্তৃপক্ষ।

এছাড়াও ৩১ অক্টোবর ও ১ নভেম্বর মাত্র ২দিনের অনুসন্ধানে আরো দেখা গেছে, যাদেরকে পাসপোর্ট প্রদান করা হয়েছে তাদের বেশিরভাগ গ্রহকদেরই আরো কয়েকদিন আগে পাসপোর্ট ডেলিভারির দিন ছিলো। পাসপোর্ট অফিসের এই গ্রাহক ভোগান্তি কমাতে অনতিবিলম্বে ভুক্তভুগিরা কর্তৃপক্ষের কাছে দাবী করেন। এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ পাসপোর্ট অফিসের পরিচালক বজলুর রশিদ এর সাথে (০১৭৩৩৩৯৩৩৬৬) এই মোবাইল নম্বরে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রধান সার্ভারের লিংক ডাউন থাকার কারনে সাময়িক অসুবিধার কথা উনি স্বীকার করে আরো বলেন, বর্তমানে সবকিছুই স্বাভাবিক আছে এবং অফিসের সকল কর্মকান্ড নিয়ম মাফিক চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

vulkan vegas, vulkan casino, vulkan vegas casino, vulkan vegas login, vulkan vegas deutschland, vulkan vegas bonus code, vulkan vegas promo code, vulkan vegas österreich, vulkan vegas erfahrung, vulkan vegas bonus code 50 freispiele, 1win, 1 win, 1win az, 1win giriş, 1win aviator, 1 win az, 1win azerbaycan, 1win yukle, pin up, pinup, pin up casino, pin-up, pinup az, pin-up casino giriş, pin-up casino, pin-up kazino, pin up azerbaycan, pin up az, mostbet, mostbet uz, mostbet skachat, mostbet apk, mostbet uz kirish, mostbet online, mostbet casino, mostbet o'ynash, mostbet uz online, most bet, mostbet, mostbet az, mostbet giriş, mostbet yukle, mostbet indir, mostbet aviator, mostbet casino, mostbet azerbaycan, mostbet yükle, mostbet qeydiyyat