ঝিনাইদহে ২৫ নারী প্রশিক্ষণ কেন্দ্র দীর্ঘদিন বন্ধ

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০১৭

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ জেলায় সমাজ সেবা অধিদপ্তরের ২৫টি নারী প্রশিক্ষণ কেন্দ্র দীর্ঘদিন যাবত্ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল প্রশিক্ষণ কার্যক্রম। এদিকে জরাজীর্ণ হয়ে গেছে অবকাঠামো। কয়েকটি কেন্দ্র বেদখলও হয়ে গেছে।

জেলা সমাজ সেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ’৮০’র দশকের শেষদিকে নারীদের বিভিন্ন ধরনের হাতের কাজের প্রশিক্ষণের জন্য বিভিন্ন স্থানে ২৫টি নারী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। এগুলো মাতৃকেন্দ্র বলে পরিচিতি পায়। ইউনিসেফের সহায়তায় সমাজ সেবা অধিদপ্তর কেন্দ্রগুলো নির্মাণ করে। স্থানীয় লোকজন কেন্দ্রগুলো স্থাপনে সরকারকে জমি দেন। ওই জমিতে আধা-পাকা ভবন নির্মাণ করা হয়। কেন্দ্রগুলো গ্রাম এলাকায় গণমিলনায়তন হিসাবেও ব্যবহূত হতো। দুটি ছাড়া সবগুলো কেন্দ্র গ্রাম এলাকায় নির্মিত। কোটচাঁদপুর উপজেলায় ১৬টি, শৈলকুপা, হরিণাকুন্ডু ও মহেশপুর উপজেলায় তিনটি করে কেন্দ্র রয়েছে। নির্মাণের পর বেশ কয়েক বছর ভালোভাবে চলে। নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হতো। প্রশিক্ষণ শেষে তাদের ঋণ দেয়া হতো। প্রকল্পের মেয়াদ শেষ হলে এগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় দুই দশক কেন্দ্রগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বেশির ভাগ কেন্দ্র ধ্বংসের পথে। অনেকগুলোর জানালা-দরজা চুরি হয়ে গেছে, ছাগল-গরু বসবাস করে। সমাজ সেবা দপ্তরের মাঠকর্মীরা খোঁজও রাখেন না।

ঝিনাইদহ সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল জলিল খান জানান, প্রকল্প শেষ হলে কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তবে তিনি বলেন, কেন্দ্রগুলো ফের চালু করার চিন্তা-ভাবনা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ