এনজিও সুদের টাকার হাত থেকে বাচঁতে সৌদি আরবে গিয়ে প্রায় জীবন বিপন্ন

প্রকাশিত: ৩:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৭

এনজিও সুদের টাকার হাত থেকে বাচঁতে সৌদি আরবে গিয়ে প্রায় জীবন বিপন্ন

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধঃ মহেশপুরে নেপা ইউনিয়নের এক অসহায় নারী রুবি(ছদ্দ নাম) এনজিও-র সুদের টাকার পরিশোধ করতে না পেরে সৌদিআরবে পাড়ী জমায় দীর্ঘ দু মাস নির্যতনের শিকার হয়ে প্রায় জীবন বিপন্ন অবস্থায় বাড়ী ফিরে আসে মানবাধিকার সংস্থা আরডিসির সহযোগিতায়

এলাকাবাসী ও পারিবারিক সুত্রে প্রকাশ, উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের এক দরিদ্র পরিবারের গৃহ বধূ রুবি খাতুন সংসারে অভাব-অনটনের কারণে ও বিভিন্ন এনজিও থেকে লোন উঠায়ে তা পরিশোধ করার জন্য বিভিন্ন সময় কড়া সুদে টাকা নিয়ে তা পরিশোধ করতে না পারায় খুব খারাপ অবস্থায় দিন অতিবাহিত করতে থাকে। এমন সময় মেহেরজান(২৬) পিতা মৃত লোকমান বর্তমানে বিদেশে অবস্থানরত রুবি খাতুনকে সৌদি আরবে মোটা অংকের বেতনে কাজ করার কথা বলে গত জুন/১৭ মাসে ২০ হাজার টাকার বিনিময়ে সৌদি আরবে পাঠিয়ে দেয় । যাওয়ার পরপরই তার জীবনে নেমে আসে দুরর্বিষহ যন্ত্রনা যে বাড়ীতে কাজ দেওয়া হয় তারা তাকে সারাদিন বিরামহীন ভাবে কাজ করায় ত্রুটি হলে শারিরীক ভাবে মারধর করে ঠিকমত খাবার খেতে দেয় না এরপরে রাত্রে তার উপর চলে যৌন নির্যতন। রুবি খাতুন ফোন করে দেশে তার বোনকে জানায় তার জীবনের দুরবিষহ যন্ত্রনার কথা। এমতাবস্থায় রুবি খাতুনকে উদ্ধারের জন্য তার বোন মানবাধিকার সংস্থা আারডিসির মহেশপুর অফিসে জানালে অত্র সংস্থা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে উক্ত ভিকটিমকে দেশে ফিরিয়ে আনে। শনিবার সকালে আরডিসি অফিসে এসে তার করুণ কাহিনী বর্ণনা করে। সে এখন নিজ পরিবারে অবস্থান করছে একই সাথে দালাল চক্র পাচারকারীদের বিচার দাবী করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ