ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপুর ৭ টি ইউনিয়নের বিভিন্ন বাজারে গনসংযোগ ও পথসভা

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৭

ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপুর ৭ টি ইউনিয়নের বিভিন্ন বাজারে গনসংযোগ ও পথসভা

সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ গতকাল শনিবার সকাল ১১ টা থেকে ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জেলার পশ্চিম অঞ্চলের ৭ টি ইউনিয়নের বিভিন্ন বাজারে গন সংযোগে বাহির হয়। এই সময়ে তিনি ঝিনাইদহের সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের বাঁকা ব্রিজ, কুমড়া বাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ি, নগরবাতান, গান্না ইউনিয়নের শৈলমারি বাজার, বেতাই বাজার,গান্না বাজার, চন্ডিপুর বাজার, মধুহাটি ইউনিয়নের, বাজার গোপাল পুর, চোরখোল বাজার, সাধুহাটি ইউনিয়নের বার মাইল বাজার, ডাকবাংলা, সাহগান্না ইউনিয়নের ডাকবাংলা বাজার ত্রিমনি, বৈডাঙ্গা বাজার, সাহাগান্না বাজার, হলিধানি ইউনিয়নের আমের চারা বাজার, হলিধানি বাজারে বাপক গন সংযোগ করেন। এই সময় তিনি এই এলাকার জন সাধারনের বিভিন্ন প্রকার খোঁজ খবর নেন।

তারা ও অনেক দিন পরে তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগে জরিয়ে ধরেন। অনেক জাইগা সাধারন মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে হাত নাড়িয়ে অভিনন্দন জানান। এই সময়ে বিভিন্ন বাজারে ও পথ সভায় উপচে পড়া জনাসাধারনের মাঝে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সফিকুল ইসলাম অপু, ঝিনাইদহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহা মোঃ ওয়াজেদ আলী, সাধারন সম্পাদক জে এম রাশিদুল আলম রশিদ, উপজেলা যুবলীগ আহবায়ক নুর এ আলম বিল্পব, যুগ্ন আহবায়ক এনামুল ইসলাম এনাম, ঝিনাইদহ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, থানা যুবলীগ নেতা ও গান্না ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহেদ আহামেদ, যুবলীগ নেতা, মজনু, জাফর, সুমন শাহিন, হিল্লোল, ঝিনাইদহ পৌর যুবলীগের আহবায়ক ফজল মাহবুদ পাভেল যুগ্ন আহবায়ক মাছুদ আজিজ লাবু, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সুমন ছাত্রলীগের সদর উপজেলার সভাপতি আবদুল্লা ইবনে আব্বাস, সধারন সম্পাদক মনোয়ার হোসেন সহ প্রায় ২ শতাধিক নেতা সহ প্রায় হাজার কর্মী সমর্থক সাথে নিয়ে এই গন সংযোগ ও মোটর সাইকেল শোভাযাত্রা বাহির করে। এই সময়ে তিনি জেলার সকল নেতা কর্মীদের ভেদাভেদ ভুলে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তি সালি করার আহবান জানান এবং কর্মীরা স্লোগান দেন শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার বার বার দরকার।

এ সংক্রান্ত আরও সংবাদ