ঝিনাইদহে অপ্রচলিত ফলজ ও ঔষধি গাছের চারা রোপন শুরু

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৭

ঝিনাইদহে অপ্রচলিত ফলজ ও ঔষধি গাছের চারা রোপন শুরু

 

ঝিনাইদহ সংবাদ ডেস্ক –
ঝিনাইদহে অপ্রচলিত ফলজ ও ঔষধি গাছের চারা রোপন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান,  নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি অফিসার মনি কুমার বিশ্বাস, কৃষক মহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান। ভবিষ্যতে বজ্রপাতের আঘাত প্রতিরোধে কৃষি বিভাগের সহযোগীতায় আগামী ১ মাসের মধ্যে ২০ হাজার তালবীজ ও ১০ হাজার নিমের চারা রোপন করা হবে। এছাড়াও আগামী ২ বছরের মধ্যে ইউনিয়নের সকল রাস্তায় ২ লাখ তাল বীজ রোপন করে তাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন।

এ সংক্রান্ত আরও সংবাদ