খুলনা বিভাগীয় নবাগত কমিশনারের সাথে ঝিনাইদহের সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময়

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৭

খুলনা বিভাগীয় নবাগত কমিশনারের সাথে ঝিনাইদহের সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময়

 

ঝিনাইদহ সংবাদ ডেস্ক –
খুলনা বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া’র সাথে ঝিনাইদহের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জাকির হোসেন এর সভাপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার।
এসময় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে বক্তব্য রাখেন জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, জিপি এ্যাড. সুবীর সমাদ্দার, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল মজিদ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তণ উপাধ্যক্ষ এন এম শাহজালাল, আমেনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংস্কৃতিক কর্মী নাজিম উদ্দিন জুলিয়াস ও রাজু আহম্মেদ মিজান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের এনডিসি নুর নাহার বেগম ও সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী। নবাগত বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া ঝিনাইদহের সার্বিক উন্নয়নে সহযোগীতার আশ্বাস প্রদাণ করেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ