ঝিনাইদহের সালেহা বিপণী ও একটি ঔষধ ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৭

ঝিনাইদহের সালেহা বিপণী ও একটি ঔষধ ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ঝিনাইদহ সংবাদ ডেস্ক ঃ ঝিনাইদহে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, নকল প্রসাধনী ও ঔষধ জব্দ, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাফর সাদিক চৌধুরির নেতৃত্যে এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাফর সাদিক চৌধুরি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ বালিকা বিদ্যালয় সংলগ্ন সালেহা বিপণী থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী জব্দ করা হয় এবং দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা প্রসাধনীও রয়েছে। পরে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।


এছাড়া, পায়রা চত্ত্বর মোড়ের তাজমহল ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির সময় হাতেনাতে ধরে দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ