জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৭

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা

 

ঝিনাইদহ সংবাদ ডেস্ক –
“টেকসই উন্নয়ন, ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান। এসময় চেম্বার অব কমার্সের সভাপতি মীর নাসির উদ্দিন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আকরাম হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সংক্রান্ত আরও সংবাদ