ঝিনাইদহে ২ দিন ব্যাপী মানবাধিকার নাট্য উৎসব শুরু

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩

ঝিনাইদহে ২ দিন ব্যাপী মানবাধিকার নাট্য উৎসব শুরু

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
‘গল্প হলেও বলতে শিখি অন্ধকার থেকে আলোর পথে চব্বিশ বছর’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ২ দিন ব্যাপী মানবাধিকার নাট্য উৎসব শুরু হয়েছে। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের ২ যুগে পদার্পণ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হয়। এর আগে শহরের পুরাতান ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল পারভেজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশরে সভাপতি মন্ডলির সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস, সম্মিলিত সাংস্কৃতিক জোট ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু। আলোচনা সভায় সামাজিক ও সাংস্কৃতিক কাজে বিশেষ অবদান রাখায় সাংস্কৃতিক কর্মী শান্ত জোয়ার্দার গুনিজন সম্মাননা প্রদান করা হয়। পরে পরিবেশন করা হয় নাচ, গান ও নাটক। ২ দিন ব্যাপী এই উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে লাঠিখেলা, আলোচনা সভা, গুনিজন সংবর্ধনা, নৃত্য, নাটক ও বাউল গানসহ নানা পরিবেশনা।

এ সংক্রান্ত আরও সংবাদ