হাটগোপালপুর মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তির অর্থ প্রদান

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২

হাটগোপালপুর মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তির অর্থ প্রদান

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের হাটগোপালপুর মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তির অর্থ প্রদান ও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মাকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস। সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, সাংবাদিক বসির আহাম্মেদ, মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের উপদেষ্টা জহির উদ্দিন, আলী মিয়া, আলমগীর হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব খন্দকার আতিকুজ্জামান শাহিন, ইউপি সদস্য আল-আমীন। অনুষ্ঠান পরিচালনা করেন মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক সাইফুজ্জামান লাল্টু। উল্লেখ্য, মডার্ন প্রি-ক্যাডেট স্কুলটি ২০১২ সালে মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানে ২ শতাধিক শিক্ষার্থীদের ৯ জন শিক্ষক পাঠদান করাচ্ছেন। এছাড়াও ২০২১ সালে তাহসিন নামের এক শিক্ষার্থী ঝিনাইদহ ক্যাডেট কলেজে ভর্তি হয়ে অধ্যায়নরত আছে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ