কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বেশির ভাগ মাস্টার্সের শিক্ষার্থী

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বেশির ভাগ মাস্টার্সের শিক্ষার্থী
আসিফ কাজল, ঝিনাইদহঃ
শিক্ষা লাভের শেষ ধাপ ওরা উত্তীর্ণ হতে পারলো না। পেলো না সার্টিফিকেট বা চাকরী নামের সোনার হরিণ। তার আগেই জীবনের শেষ ধাপে পৌছে গেল আল্লাহ পাকের হুকুমে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের তেল পাম্পের নিকট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বেশির ভাগই মাষ্টার্সের শিক্ষার্থী বলে জানা গেছে। এদের মধ্যে কালিগঞ্জ সুন্দরপুর গ্রামের ইসহাক আলীর ছেলে মোস্তাাফিজুর রহমান (২৫) এমএসএস ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। পরিবারের সবাই অপেক্ষা করছিল তার জন্য। কিন্ত না! তিনি ফিরলেন লাশ হয়ে। সাদা কফিনে মোড়া লাশটি যখন বাড়ির আঙ্গিনায় ফিরলো তখন সবাই বাকরুদ্ধ। চুয়াডাঙ্গার নেহালপুর গ্রামের গৃহবধু রেশমা খাতুনও একই বাসে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন নগদা গ্রামের শুভ। তিনিও মাষ্টার্স পরীক্ষা দিয়ে মৃত্যু মিছিলের সহযাত্রী হন। এই অকাল মৃত্যুর ফলে তাদের আর পরীক্ষার রেজাল্ট জানা হলো না। ঝিনাইদহের সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ইউনুস আলী, কালীগঞ্জের রণজিৎ দাসের ছেলে সনাতন দাস ও কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের নতুন মসজিদ পাড়ার মীর মোহাম্মদের ছেলে সোহাগ হোসেন সবাই পরীক্ষা দিয়ে ওই বাসে বাড়ি ফিরছিলেন। এক সঙ্গে ৬ শিক্ষার্থীর মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে

এ সংক্রান্ত আরও সংবাদ