কালীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভায় নানা সিদ্ধান্ত গ্রহণ

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

কালীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভায় নানা সিদ্ধান্ত গ্রহণ

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ ॥ ১৪ সেপ্টেম্বর’২০২০
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।

আইন শৃংখলা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, সহকারি কমিশনার (ভুমি) ভুপালী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুলতান আহমেদ, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন খন্দকার প্রমুখ।

সভায় একের পর এক পুকুরে বিষ দিয়ে মাছ নিধন,ফসলি জমির গাছ কেটে নিয়ে কৃষকদের সর্বশান্ত করায় তা প্রতিরোধে জরালো পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। এছাড়া শহরের যানজট নিরসন, বাল্য বিয়ে প্রতিরোধ,আত্মহত্যা প্রবণতা রোধে সচেতনতা বৃদ্ধি ও ভুয়া কাজীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।