শৈলকুপার কাতলাগাড়ী অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

শৈলকুপার কাতলাগাড়ী অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ
এইচ,এম ইমরান, ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) সকালে কাতলাগাড়ী পুলিশ ক্যাম্প প্রাঙ্গণে সামাজিক ও নিরাপদ দুরুত্ব বজায় রেখে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, কাতলাগাড়ী ক্যাম্প ইনচার্জ আফজাল হোসেনসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিক, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন হোসেন।
অনুষ্ঠানে উন্মুক্ত বক্তব্যে শতাধিক স্থানীয়রা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ইভটিজিং বন্ধে, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজী ও দাঙ্গা হাঙ্গামা রোধে কাতলাগাড়ী পুলিশ ক্যাম্পের বিকল্প নেই। থানা থেকে কাতলাগাড়ী পুলিশ ক্যাম্পের দুরত্ব প্রায় ১০ কিলোমিটার। কাতলাগাড়ী বাজারটি তিন জেলার মোহনা। বাজারের পাশেই গড়াই নদী। এখানে ক্যাম্প না থাকলে যে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দ্রুত নদী পাড়ি দিতে সক্ষম।
তাই উর্দ্ধতন কতৃপক্ষের কাছে কাতলাগাড়ী পুলিশ ক্যাম্পটি অপসারণ না করে দ্রুত স্থায়ীভাবে নির্মানের দাবী জানান তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ